আগামী ৩১/০৮/২০২০ রোজ সোমবার বেলা ২.৩০ ঘটিকায় স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের সভাকক্ষে “Measuring Cost of Illness for Outpatients Attending Public Hospitals” গবেষণাটির জন্যে পরামর্শক প্রতিষ্ঠান কর্তৃক প্রস্তুতকৃত Methodology সিদ্ধকরণের (Validation) নিমিত্তে সীমিত পরিসরে একটি কর্মশালার আয়োজন করা হয়েছে।